Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

শিক্ষা                                                        শান্তি                                                            প্রগতি

 

সা-রে-গা-মা শিল্পী গোষ্ঠী

পূর্ণিমাগাঁতী গণ পাঠাগার

পূর্ণিমাগাঁতী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

স্থাপিত সালঃ ১৯৯৬ইং

অবস্থিত স্থানঃ

চলন বিলের সীমানা ঘেঁষে পদ্মা এবং যমুনার মধ্যস্থলে অবস্থিত একটি স্থান নাম তার পূর্ণিমাগাঁতী। লাহিড়ী পরিবারের নাম অনুসারে স্থানটির নাম করণ। ইহা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। পাখির কলতানে এখানে ভোর হয়। কোকিলের কুহু কুহু ডাকে ভরে উঠে বসন্তের দুপুর। গোধুলী বেলায় রাখাল গরুর পাল নিয়ে ফেরে তার আপন ঠিকানায়। বর্ষায় নদীনালা, খাল-বিল জলে থৈ থৈ করে। বিলে ঝিলে ফুটে থাকে শাপলা। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর পুকুর ভরা মাছ এ এলাকার চিরন্তন বৈশিষ্ট। প্রকৃতি অপরুপ শোভা মন্ডী এমন একটি সমৃদ্ধ এলাকায় ১৯৯৬ইং সালের কোন এক মহাক্ষণে এখানে গড়ে উঠেছে এই সুনাম ধন্য প্রতিষ্ঠানটি। শিশু, কিশোর-কিশোরীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ দিন ধরে সংগঠনটি সংগীত চর্চায় ব্রত থাকলেও তা মেলে ধরার সুযোগ করে দিয়েছে বেশ কয়েকবার বাংলাদেশ বেতার রাজশাহী। সা-রে-গা-মা শিল্পী গোষ্ঠীর শিশু, কিশোরদের নিয়েই ধীরে ধীরে পথ চলা। বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহীতে নিয়মিত শিল্পী হিসেবে ০৭ (সাত) জন ছেলে-মেয়ে গান গেয়ে চলছে এবং বাংলাদেশ বিটিভিতে ০১ (এক) জন শিল্পী রয়েছে উক্ত প্রতিষ্ঠানের।

১৯৯৬ইং সাল  হইতে ২০১২ইং সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের সংগীত অধ্যায়নরত ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২২০ (দুইশত) জন। বর্তমানে সংগীত অধ্যায়নরত ছাত্র-ছাত্রী সংখ্যা ৪০ (চল্লিশ) জন।

জাতীয় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে প্রতিবছরই বিভাগ, জেলা, উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করিয়া আসিতেছে।

 

সংগীত শিক্ষক ও পরিচালক

শ্রী নারায়ণ চন্দ্র সরকার

কন্ঠ শিল্পী, বাংলাদেশ বেতার

মোবাইল নম্বর- ০১৭৪২-৪১০৮৯২

 

 

 

 

সুরবাণী সংগীত বিদ্যালয়

 

সুরবাণী সংগীত বিদ্যালয়, মোহনপুর ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলা। ১২/০৭/২০১২ইং সাল হইতে শুরু করে আজ অবদি বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরকে সংগীত প্রশিক্ষণ প্রদান করিয়া আসিতেছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটির গুণগত মান উত্তরাতর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫ (পচিশ) জন। প্রতি শুক্রবার সকাল ০৮টা হইতে দুপুর ১২.১৫মিনিট পর্যন্ত সংগীত প্রশিক্ষণ করানো হয়।

 

 

 

  মোঃ আজমল হোসেন                                               সংগীত শিক্ষক

     সভাপতি                                                     শ্রী নারায়ণ চন্দ্র সরকার

 সুরবাণী সংগীত বিদ্যালয়                                   কন্ঠ শিল্পী, বাংলাদেশ বেতার

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ                                    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ

  উল্লাপাড়া, সিরাজগঞ্জ।                                         উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

                                                                        ০১৭৪২-৪১০৮৯২

 

 

     ...................................................................................................................

 

 

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

একটি সুন্দর জীবনের জন্য মোহনপুর ‍“লাল সবুজ ফাউন্ডেশন”

 

মোহনপুর লাল সবুজ ফাউন্ডেশন একটি সমাজ সেবা মুলক সংগঠন। আমাদের গ্রামীন জনগোষ্ঠির অধিকাংশ মানুষ দরিদ্র এবং অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। মোহনপুর ইউনিয়নের জনগোষ্ঠির মাঝে সামর্থ্য অনুযায়ী সুবিধা প্রদানের লক্ষ নিয়ে ২০১০ইং সালে সমাজের কিছু সচেতন ছেলে-মেয়েদেরকে নিয়ে মোহনপুর লাল সবুজ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়।

 

*বিগত দিনগুলোতে মোহনপুর লাল সবুজ ফাউন্ডেশন যা করছে*

  ১। বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন ।

  ২। বিনা মূল্যে দুইজন দরিদ্র ছাত্রকে পাঠ্য বই বিতরণ ।

  ৩। একুশে ফেব্রুয়ারী, ছাব্বিশে মার্চ, ষোলই ডিসেম্বরসহ বিশেষ দিনগুলো পালন ।

  ৪। রমজান মাসে ইফতার মাহফিল এর আয়োজন ।

  ৫। জন সচেতনা মূলক বিভিন্ন নাটক উপস্থাপন । যেমন- ইফটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকদ্রব্যর

     উপর ।

  ৬। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ।

  ৭। বিনা মূল্যে বনজ, ফলজ ও ঔষধী চারা গাছ বিতরণ ।

 

*আগামী দিনগুলোতে মোহনপুর লাল সবুজ ফাউন্ডেশন যা করবেন*

  ১। বিনা মূল্যে ২০০জন দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা কলম বিতরণ ।

  ২। গ্রাম পর্যায়ের প্রতিভা সম্পন্ন খেলোয়ারদেরকে বি.কে.এসপিতে অংশ গ্রহণ করানোর চেষ্টা ।

  ৩। নিরক্ষরতা দূরীকরণের জন্য শিক্ষা প্রদান

 

উক্ত লাল সবুজ ফাউন্ডেশনের পরিচালনা কমিটিঃ

উপদেষ্ঠা মন্ডলী- শ্রী আনন্দ কুমার ঘোষ, মিন্টু সরকার ও টি.এস.আক্কাছ তালুকদার।

ক্রমিক নং

নাম

পদবী

গ্রাম

মোবাইল নম্বর

মন্তব্য

০১

মোঃ জুয়েল রানা

সভাপতি

চর মোহনপুর

০১৭৩৫-২৭০২৮৫

 

০২

মোঃ জাকারিয়া হোসেন

সহ-সভাপতি

দহকুলা

০১৭৬০-৮০১৬৫৯

 

০৩

মোঃ সুমন আহমেদ

সাধারণ সম্পাদক

চর মোহনপুর

০১৭৭০-২১২৫৮৮

 

০৪

মোঃ সিহাব আহমেদ

যুগ্ন সম্পাদক

লাহিড়ীপাড়া

 

 

০৫

মোঃ আরিফ ইসলাম

সাংগাঠনিক সম্পাদক

চর মোহনপুর

০১৭৫৯-৭১৭১২৮

 

০৬

মোঃ আবুল কালাম

সাংগাঠনিক সম্পাদক

চর মোহনপুর

 

 

০৭

মোঃ শাওন ইসলাম

কোষাদক্ষ

চর মোহনপুর

০১৭৭০-৯২৪৭৯৪

 

০৮

মোঃ হৃদয় হোসেন

সাংস্কৃতিক সম্পাদক

চর মোহনপুর

০১৭৩৫-০৫৮০১৬

 

০৯

মোঃ শুভ তালুকদার

প্রচার সম্পাদক

চর মোহনপুর

০১৭২৫-৭০৭৭৫৮

 

১০

মোঃ সোহাগ খাঁন

দপ্তর সম্পাদক

চর মোহনপুর

 

 

 

সদস্যবৃন্দ- হিমেল, হাফিজুল, সাব্বির, বিপ্লব দাস, বাঁধন, এরশাদ, শিপন, সবুজ, শুভ-২, আবুল কালাম-২, তিন্নি, সোনিয়া, হাফিজা, সিমা, সুমী ।