Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ইতিহাস

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ইতিহাস

  সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বিশাল জনসংখ্যা অধ্যুষিত এলাকা পূর্ণিমাগাঁতী ইউনিয়ন । ১৯৭৬ইং সালে এই পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় । ইহার আয়তন-৮৭৫৫.৫ একর এবং সীমা-১৪.১৪ বর্গমাইল। জনসংখ্যা প্রায় ৫১.৫৭১ (একান্ন হাজার পাঁচ শত একাত্তর ) জন । শতকরা ৯৫% মুসলমান, ৪% এবং ১% অন্যান্য ধর্মাম্বধী । শতকরা ৮০% ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। এখানে ধান, পাট, আলু, শরিষাসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়। এখানে ৩টি উচ্চ বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদরাসা, ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ০৮টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ১টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১টি কমিউনিটি বিদ্যালয়সহ বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আছে। ২৫কিলোমিটার পাকা রাস্তা, ১৬৫কিলোমিটার কাঁচা রাস্তা আছে। ঢাকা-পাবনা যোগাযোগ আছে। তাহাছাড়া ছোট বড় বেশ কয়েকটি ব্রীজ ও কালভার্ট আছে। মাঝামাঝি ২টি নদী আছে । এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং এই মাছ এলাকার জনগণের চাহিদা পূরণের পরও দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী করা হয় । এখানে উন্নত জাতের গাভীর ফার্ম আছে এবং এসকল ফার্ম হতে প্রচুর দুগ্ধ পাওয়া যায়। ইহাছাড়া বাংলাদেশ সমবায় লিঃ এর মোহনপুর মিল্কভিটা নামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, ব্র্যাক ও প্রাণ কোম্পানীর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র আছে। এই এলাকার দুধ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী করা হয়্ ।